শনিবার,

০৫ অক্টোবর ২০২৪,

২০ আশ্বিন ১৪৩১

শনিবার,

০৫ অক্টোবর ২০২৪,

২০ আশ্বিন ১৪৩১

Radio Today News

লন্ডনে ৩০ বছর আগে বাবা হত্যার বিচার চাইলেন মেয়ে

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১৭:২৮, ২২ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৭:৪২, ২২ সেপ্টেম্বর ২০২৪

Google News
লন্ডনে ৩০ বছর আগে বাবা হত্যার বিচার চাইলেন মেয়ে

৩০ বছর আগে লন্ডন শহরের ব্যবসায়ী আতিক হোসেনকে নিজ বাসার সামনে হত্যা করা হয়। দীর্ঘ দিন পরেও হত্যার বিচার না পেয়ে সংবাদ সম্মেলন করেছে পরিবার। শুক্রবার সন্ধ্যায় লন্ডন-বাংলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন নিহতের মেয়ে ইয়াসমিন।

লিখিত বক্তব্যে তিনি বলেন, প্রায় ৩০ বছর আগে ১৯৯৪ সালে ১৮ সেপ্টেম্বর রাত ২টা ৩৫ মিনিটের সময় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাসায় ফিরছিলেন আমার পিতা।

ইস্ট হ্যামের বার্নলেস এভিনিউয়ের সামনে গাড়ী পার্ক করে নামতে গেলে ছুরিকাঘাত করা হয়। তার চিৎকারে আমার ঘুম ভাঙ্গে। দরজা খুলে বাবাকে রক্তাক্ত দেখতে পাই।

কিভাবে এমন অবস্থা হয়েছে জানতে চাইলে বলেন, দুইজন এশিয়ান ছুরিকাঘাত করে পালিয়েছে। অতিরিক্ত রক্তখরণের ফলে নিজ কন্যার কোলে মারা যান সোহেন। নৃসংশ এ হত্যাকাণ্ডের ৩০ বছর পেরিয়ে গেলেও হত্যাকারীদে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বাবার মৃত্যুর সময় সাত বছর এবং সাত মাস বয়সী দুটি ভাই ছিলো। তার মা আর বিয়ে করেননি আর। এখনও বাবার কথা মনে করে কাঁদেন। বাবা হত্যার বিচারের জন্য তিনি কমিনিটির সহযোগীতা কামনা করেছেন।

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের