বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

বুধবার,

১৫ জানুয়ারি ২০২৫,

২ মাঘ ১৪৩১

Radio Today News

বাংলাদেশিদের কটাক্ষ করে তোপের মুখে ব্রিটেনের লেবার পার্টির প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৪, ২৮ জুন ২০২৪

Google News
বাংলাদেশিদের কটাক্ষ করে তোপের মুখে ব্রিটেনের লেবার পার্টির প্রধান

ইংল্যান্ডে বাংলাদেশি কমিউনিটিকে কটাক্ষ করে মন্তব্য করায় তোপের মুখে পড়েছেন ব্রিটেনের লেবার পার্টির প্রধান স্যার কিয়ার স্টার্মার। তিনি বলেছেন, আগামী ৪ জুলাইয়ের আসন্ন নির্বাচনে তার দল ক্ষমতায় গেলে বাংলাদেশ থেকে আসা অবৈধ অভিবাসীদের বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেবেন তিনি।

লেবার পার্টি প্রধানের এমন মন্তব্যকে বর্ণবাদী বলে আখ্যা দিয়েছেন জর্জ গ্যালাওয়েসহ বাংলাদেশি বংশোদ্ভূত একাধিক ব্রিটিশ এমপি।

ব্রিটিশ গণমাধ্যম দ্য ডেইলি সানের ইলেকশন শো ডাউন অনুষ্ঠানে লেবার লিডার স্যার কিয়ার স্টার্মার বলেছেন, প্রধানমন্ত্রী হলে, বাংলাদেশিদের মতো অবৈধ অভিবাসীদের রুয়ান্ডা নয়, বরং তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে লেবার লিডারের এমন মন্তব্যকে বর্ণবাদী আখ্যা দিয়ে ব্রিটিশ এমপি জর্জ গ্যালাওয়ে বলেছেন, আমি ভিডিওতে দেখেছি কিয়ার স্টার্মার বাংলাদেশিদের আক্রমণ করেছেন। বাঙালিরা ব্রিটেনের কঠোর পরিশ্রমী জনগোষ্ঠী। যখন ব্রিটিশরা বাংলায় গিয়েছিলো, বাংলা ছিলো সবচেয়ে ধনী, যখন ব্রিটিশরা বাংলা ছেড়ে গেলো তখন বাংলা হয়ে যায় সবচেয়ে দরিদ্র অঞ্চল।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের