রোববার,

০৮ সেপ্টেম্বর ২০২৪,

২৪ ভাদ্র ১৪৩১

রোববার,

০৮ সেপ্টেম্বর ২০২৪,

২৪ ভাদ্র ১৪৩১

Radio Today News

অবৈধ ৯৬ হাজার বাংলাদেশিকে বৈধতা দেবে ওমান সরকার

রেডিওটুডে রিপোর্ট

প্রকাশিত: ১২:২২, ১২ জুন ২০২৪

আপডেট: ১৪:২৯, ১২ জুন ২০২৪

Google News
অবৈধ ৯৬ হাজার বাংলাদেশিকে বৈধতা দেবে ওমান সরকার

৯৬ হাজার অবৈধ বাংলাদেশি কর্মীকে বৈধতা দেওয়ার আশ্বাস দিয়েছে ওমান সরকার। একই সঙ্গে বাংলাদেশ থেকে ১২ ক্যাটাগরিতে লোক নেওয়ারও আশ্বাস দিয়েছে দেশটি। পাশাপাশি দুবাই থেকে তিন হাজার কর্মীর চাহিদা এসেছে। মঙ্গলবার (১১ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাংবাদিকের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সম্প্রতি শ্রমবাজার ইস্যুতে দুবাই, ওমান ও কাতার সফর করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। ওমান সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘দেশটিতে ৯৬ হাজার বাংলাদেশী কর্মী অবৈধভাবে বসবাস করছেন। তাদের বৈধ করার আশ্বাস দিয়েছে ওমান সরকার। এ বৈধকরণের জন্য একটি জরিমানা নেওয়া হয়। সে জরিমানা মওকুফের জন্যও আমরা ওমান সরকারের প্রতি অনুরোধ জানিয়েছি। ’

বাংলাদেশ থেকে ওমান ১২ ক্যাটাগরিতে কর্মী নেওয়ার তথ্য জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘এ বিষয়ে ওমান আশ্বাস দিয়েছে। তারা দক্ষ কর্মী নিতে চায়। আমরা এ বিষয়ে আলোচনা করেছি। দক্ষ কর্মী যাওয়া শুরু করলে অদক্ষ কর্মীও যাওয়া শুরু করবেন। পর্যায়ক্রমে সে ব্যবস্থা হবে। ’

সংযুক্ত আরব আমিরাতের শ্রমবাজার নিয়ে প্রতিমন্ত্রী জানান, দুবাই শ্রমবাজার আরো গতিশীল ও বৃদ্ধির লক্ষ্যে সেখানকার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক হয়েছে। দুবাই থেকে এরই মধ্যে তিন হাজার কর্মীর চাহিদা এসেছে। এর মধ্যে ৪০০ কর্মী চলেও গেছেন। ৫০০ কর্মী যাওয়ার অপেক্ষায়।

রেডিওটুডে নিউজ/আনাম

সর্বশেষ

সর্বাধিক সবার কাছের